Site icon Ghatal News

ঘাটালে ডাইনি সন্দেহে এক আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন

ডাইনি সন্দেহে খুন মহিলাকে ১৭ মার্চ : ডাইনি সন্দেহে এক আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ঘাটালের ইশ্বরপুর গ্রামে। ঐ মৃত মহিলার নাম আদরমনি হাঁসদা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়, ঘটনাস্থলে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ঐ এলাকায় নাকি গরু, বাছুর,ছাগল এমনকি শিশুরও মৃত্যু হচ্ছিলো বলে দাবী করেন গ্রামবাসীরা। সেই জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ শান্তি ফিরিয়ে অানতে তাদের একটি পুজোর আয়োজন করে। গত তিনদিন ধরে সেই পুজো চলছিল।এই পুজোতে অন্য সম্প্রদায়ের কারো প্রবেশের অনুমতি ছিলনা। পুজোতে শ্যামলী মান্ডি নামে একজন জানগুরু কে ঠাকুর ভর করে বলে অভিযোগ। সেই নিদান দেয় গ্রামে ডাইনি আছে, আর তারা হচ্ছে আদরমনি ও তার বৌমারা। এরপরেই গতকাল রাত্রি থেকে আদরমনি ও তার বৌমাদের ওপর অত্যাচার চলে। তাদের কে টাকা দেওয়ার কথাও বলা হয়। কিন্তু দিতে না পারায় চলে মারধর। আজ দুপুরে আদরমনি কে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে আদরমনির মৃতদেহ ও আহত বৌমাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘাটাল মমহকুমার এসডিপিও কল্যাণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ঘাটাল এসডিও অসীম পাল ঘটনাস্থলে গিয়ে কথা বলেন গ্রামবাসীদের সাথে। ইশ্বরপুর গ্রামে গিয়ে ঘাটালের বিধায়ক শংকর দোলুই কথা বলেন অাদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সাথে । জানা গেছে এই ঘটনার পেছনে স্বামী স্ত্রী কৃষ্ণ মন্ডি ও শ্যামলী মন্ডিই অভিযুক্ত। গ্রামবাসীরা তাদের লুকিয়ে রেখেছে। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে। মৃত অাদরমনির পরিবারের অাহতদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ghatal News
Exit mobile version