ডাইনি অপবাদে পিটিয়ে খুন, গ্রেপ্তার ৬

আমার ঘাটাল

ডাইনি অপবাদে পিটিয়ে খুন, গ্রেপ্তার ৬ মেদিনীপুর, ১৮ মার্চ : ডাইনি খুনে গ্রেপ্তার ৬ জনকে ঘাটাল অাদালতে তোলয় হলে ঘাটাল আদালতের বিচারপতি ৩ জন পুরুষ আসামীর ৪ দিনের পুলিশি হেপাজত ও ৩ জন মহিলা আসামীর ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দেন। গতকাল আদরমনি হাঁসদা নামে এক আদিবাসী মহিলাকে ইশ্বরপুর গ্রামে ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হয় বলে অভিোগ। বেশ কিছুদিন ধরে এলাকায় গরু, বাছুর,ছাগল এমনকি শিশুরও মৃত্যু হচ্ছিলো। সেকারণে আদিবাসী সম্প্রদায় তাদের একটি পুজোর আয়োজন করেছিল।পুজো চলাকালীন অন্য সম্প্রদায়ের কারো ঢোকার অনুমতি ছিলোনা। সেই পুজোতে শ্যামলী মান্ডি নামে একজন জানগুরু কে ঠাকুর ভর করে। সেই নিদান দেয় গ্রামে ডাইনি আছে, আর তারা হচ্ছে আদরমনি ও তার বৌমারা। এরপর থেকেই আদরমনি ও তার বৌমাদের ওপর চলে অত্যাচার। তাদের কে টাকা দেওয়ার কথাও বলা হয়। কিন্তু টাকা দিতে না পারায় চলে মারধর। গতকাল দুপুর নাগাদ আদরমনি কে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে আদরমনির মৃতদেহ ও আহত বৌমাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে এই ঘটনার পেছনে স্বামী, স্ত্রী কৃষ্ণ মান্ডি ও শ্যামলী মান্ডিই মূল অভিযুক্ত। গতকাল তল্লাশি চালিয়ে মূল অভিযুক্তদের আটক করা যায়নি। কিন্তু সন্দেহজনক ৬ জনকে পুলিশ গ্রেফতার করে। তাদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ। আজ তাদের ঘাটাল আদালতে তোলা হয়। ঘাটাল থানা ৩ জন পুরুষ আসামীকে ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদন করেন। ঘাটাল আদালতের বিচারপতি ৩ জন পুরুষ আসামীর ৪ দিনের পুলিশি হেপাজত ও ৩ জন মহিলা আসামীর ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দেন।

Ghatal News

Leave a Reply