মূলগ্রাম চিরসবুজ সংঘ ক্লাবের পরিচালনায় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা

আমার ঘাটাল

মূলগ্রাম চিরসবুজ সংঘ ক্লাবের পরিচালনায় ১ দিনের ৮ দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা।মূলগ্রাম চিরসবুজ সংঘ ক্লাবের পরিচালনায় ১ দিনের ৮ দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। ১৯৮৩ সালে গোলাম রহমন ও অজিত ঘোড়ই এই চালু করেন , এর নাম দেন ফ্রেন্ডশিপ কাপ।বিগত ৫ বছর ধরে এই দিবারাত্রি খেলার প্রচলন হয়। এই প্রতিযোতায় যে ৮ টি দল অংশগ্রহন করে ১ গোয়ালসিনি বিদ্যুৎ বাহিনী ২ কৃষ্ণপুর তানু একাদশ ৩ সুন্দরপুর নজরুল স্মৃতি সংঘ ৪ পিয়ার ডাঙা আইমা একাদশ ৫ খড়গপুর সমাজ বন্ধু ফুুটবল একাডেমি ৬ নিউ তৃপ্তি ফুড প্রোডাক্ট ৭ তমলুক কোচিং সেন্টার ৮ আঁধার নয়ান পল্লি মঙ্গল সমিতি।এছাড়াও ছিল ২ দলীয় মহিলা ফুটবল প্রীতি ম্যাচ।বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা ও ট্রফি ও বিজীত দল পাবে ২০ হাজার টাকা ও ট্রফি।ফাইনাল খেলা আগে আতসবাজি প্রদর্শন।উপস্থিত ছিলেন ঘাটাল বিধায়ক সংকর দোলই,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি,বীরসিংহ গ্রাম পঞ্চায়েত উপ প্রধান রফিক আলি, বিশিষ্ট চিকিৎসক জিয়াউল রহমন, সমাজসেবী ও ক্লাবের সমস্ত সদস্য এবং প্রচুর ক্রীড়াপ্রেমী দর্শক

Ghatal News

Leave a Reply