Site icon Ghatal News

মোবাইল কোম্পানীর কাজে ফাটল পৌরসভার পানীয় জলের পাইপ

মোবাইল টাওয়ারের তাঁর বিছানোর জন্য বিভিন্ন জায়গায় গর্ত খোঁড়া হয়। অাজ সেইরকমই রাস্তায় গর্ত করতে গিয়ে বিপত্তি দেখা যায় ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে। গর্ত করতে গিয়ে পানীয় জলের জলের পাইপ লাইন ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোবাইল কোম্পানির ঠিকাদারের বিরুদ্ধে।
জলের পাইপ ফেটে বিপত্তি বাঁধলো ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে। আজ বিকেলে ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে পৌরসভা যাওয়ার রাস্তায় টার্নিং মোড়ে বামদিকে জলের পাইপ ফেটে যায় এবং রাস্তায় জল থৈ থৈ করে। ঘাটাল পৌরসভার পৌরপ্রধান বিভাস ঘোষ বলেন, আজ পৌরসভাকে না জানিয়ে রাস্তা খুঁড়ে কাজ করছিল একটি মোবাইল কোম্পানি। টাওয়ারের কাজের জন্য ওরা পৌরসভার বিভিন্ন জায়গায় রাস্তা খুঁড়ে পাইপ লাগাচ্ছিল আর সেই সময় ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের কাছে পানীয় জলের পাইপ ফেটে যায়। বিকেলে জল ছাড়া হলে সেই পাইপ দিয়ে জল বেরোতে শুরু হয় এবং রাস্তা ভরে যায়। যেহেতু এটি পানীয় জলের পাইপ ও পৌরবাসীরা এই পানীয় জল ব্যবহার করে সেহেতু আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। তবে এইরকম দৃশ্য ঘাটাল পৌর এলাকায় প্রায়ই দেখা যায়। যে কোম্পানি এই পাইপ ফাটাল তাঁর কাছ থেকে ক্ষতিপূরন নেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন চেয়ারম্যান।

Ghatal News
Exit mobile version