ক্ষীরপাই হালদার দীঘি মোড়ে বিধায়ক ছায়া দোলইকে হেনস্থার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

ক্ষীরপাই হালদার দীঘি মোড়ে বিধায়ক ছায়া দোলইকে হেনস্থার অভিযোগ উঠল বিজেপির বিরু। এই হেনস্তার প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে মিছিল হয় ক্ষীরপাই শহরে।
অাজ সকালে বিজেপি গতকালকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের ঘটনায় অবরোধ শুরু করে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাইয়ে। এই সময় চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলই অবরোধে অাটকে পড়ে। গাড়ি থেকে নেমে বিধায়ক অবরোধ তুলতে বললে গালি গালাজ দেওয়া হয় এবং বিধায়ক ছায়া দোলইকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠে। তাঁরই প্রতিবাদে ক্ষীরপাই শহরে বিধায়ক ছায়া দোলই এর নেতৃত্বে বিশাল মিছিল অনু্ষ্ঠিত হয়। বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদে গর্জে উঠে এই বিশাল মিছিল। বিজেপি অবশ্য এই মিছিলকে কটাক্ষ করে বলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই এইসব করছে।

Ghatal News

Leave a Reply