মানবিক মুখ ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবের

দেশ-বিদেশ


ঘাটাল নিউজ ডেস্ক,২৫ অাগস্ট ঃ
আবার মানবিক মুখ ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবের। বরানগরের এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন তিনি। ওই দম্পতির যাবতীয় ওষুধের খরচের দায়িত্ব নিলেন সংসদ। ট্যুইটারে এই দম্পতির সমস্যার কথা  জানতে পারেন তিনি।, তাঁদের সঙ্গে যোগাযোগ করেন দেব। ২৫ শে অগাস্ট সঙ্গীতা মজুমদার নামে একজন দেবকে ট্যুইট করেন। বরা নগরের সেই বৃদ্ধ মহিলার সমস্যার কথার ভিডিও ছিল সেই ট্যুইটে। এই মহিলার স্বামী একটি কারখানায় কাজ করতেন। করোনার জন্য কাজ হারিয়েছেন এখন। বিগত কয়েক মাস ধরে বাড়িতে বসে আছেন এই বৃদ্ধ শ্রমিক। তাঁর নার্ভের অসুখ। মাসে প্রায় হাজার টাকার মতো ওষুধ লাগে বৃদ্ধর। রোজগার বন্ধ। দু’বেলার খাবার জোটাতে হিমশিম অবস্থা,ওষুধ কেনা অসম্ভব। দিন দিন খারাপ হচ্ছে বৃদ্ধের শরীর। তাঁর স্ত্রী ব্লাউজ সেলাই করে সামান্যকিছু অর্থ উপার্জন করতেন। সেটাও এখন বন্ধ। বৃদ্ধার হৃদরোগ জনিত সমস্যা। তাঁকেও নিয়মিত ওষুধ খেতে হয়। কিন্তু অর্থের অভাবে বেশ কয়েক মাস ধরে তা বন্ধ। বৃদ্ধার শরীরও ভেঙে পড়ছে। এরকম অবস্থায় অসহায়ের মতো দিন কাটাচ্ছেন তাঁরা।এই ট্যুইট দেখে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় উত্তর দেন দেব। তিনি আশ্বাস দেন যে তাঁর টিম যোগাযোগ করবে। এবং সহযোগিতার হাত বাড়াবে।কথা রাখেন সাংসদ অভিনেতা। বৃদ্ধ দম্পতির বাড়িতে পৌঁছে গিয়েছে সব প্রয়োজনীয় ওষুধ। শুধু তাই নয়, তাঁদের ওষুধের খরচের ভার নিয়েছেন দেব। এখন থেকে সেটা তাঁর দায়িত্ব। সাংসদ অভিনেতার কাছ থেকে সাহায্য পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি। তারা যেন আঁধারে আলো পেলেন। সত্যিই যে এমন সাহায্য পাবেন তা কখনো ভাবতে পারেননি তাঁরা।পরিযায়ী শ্রমিক, ছাত্র কিংবা কোন সমস্যার খবর পেলে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সাংসদ অভিনেতা। দেবের এই প্রচেষ্টা প্রশংসার যোগ্য।

Ghatal News