Site icon Ghatal News

সাংসদ কার্যালয়টিকেও হোম অাইসোলেশান করলেন দীপক অধিকারী

৩১ অাগস্ট, ২০২০ – অাবার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগী হলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। এবার উদ্যোগ নিলেন কভিদ মহামারীতে মানুষের পাশে থাকার।

সাংসদ দীপক অধিকারী তথা দেব এর উদ্যোগে ডেবরা সাংসদ কার্যালয়ের অফিসটিতে হোম আইসোলেশন এর ব্যবস্থা করা হলো। কোন উপসর্গহীন মানুষ বাড়িতে থাকতে অসুবিধা হলে তাকে এই সংসদ কার্যালয়ে রাখা হবে বলে জানা গেছে।
সাংসদ দীপক অধিকারী বিভিন্ন সময়ে এই কোভিদ ১৯ পরিস্থিতি তে মানুষের পাশে থাকার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। ভিনদেশে আটকে থাকা ভারতীয়দের যেরকম আনার ব্যবস্থা করেছেন। লকডাউনে বিভিন্ন মানুষ সমস্যার কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়, তা তিনি জানতে পেরে তৎক্ষনাৎ তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন । সম্প্রতি ঘাটাল মহকুমার চন্দ্রকোনা টাউনের সহায়-সম্বলহীন এক অসহায় বৃদ্ধাকে তিনি দ্রুত সহায়তা করেছেন।
সংসদ কার্যালয়ে কে সেফহোম করার পরিকল্পনা করে তিনি আবারো তার উদ্যোগী চেষ্টার পরিচয় দিলেন বলে স্থানীয় মানুষজন বলছেন। বেশ কয়েক বছর আগে পর্যন্ত ,ঘাটালের এম পি দের মানুষ চিনতো না। অনেকে তাদের নাম ও জানতো না কিন্তু স্বতন্ত্র দেব সেই ছবি সরিয়ে দিয়ে মানুষের পাশে আছেন।

Ghatal News
Exit mobile version