ঘাটাল ব্লকের দূর্গাপূজা কমিটিদের নিয়ে মিটিং

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল ব্লক এলাকার দূর্গাপূজা কমিটিদের নিয়ে একটি আলোচনা সভা করা হল ঘাটাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে। এই সভায় উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি, ঘাটাল ব্লকের জয়েন বিডিও, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল ব্লকের স্বাস্থ্যঅাধিকারীক মনোজিৎ বিশ্বাস, ইলেকট্রিক দপ্তরের অাধিকারীক ও সমস্ত পূজা কমিটির সদ্স্যরা। ঘাটাল থানার ওসি দূর্গাপূজো কমিটি গুলিকে পরামর্শ দেন প্রতিটি কমিটি যেন পর্যাপ্ত স্বেছাসেবকের ব্যবস্থা রাখেন। যাতে দূর্গা পূজোর প্রতিমা প্যান্ডেল দেখতে যেতে অসুবিধা না হয়। সিভিল ড্রেসেও অামাদের পুলিশ থাকবে। প্রতিটি পূজা কমিটিকে নিয়ম মেনে পূজো করতে হবে। কোনো বিপত্তি দেখলে সাথে সাথে থানায় জানাতে হবে। মাইকগুলিও কন্ট্রোলে রাখতে হবে।যাতে কোনো দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি জানান, ব্লকে ৫১ টির মত দূর্গা পূজো হয়। ২৮ টি গত বছরের পারমিশান রয়েছে। অামরা জানিয়েছি অাইন শৃঙ্খলা মেনে পূজো করতে হবে যাতে মানুষের কোন অসুবিধা না হয়।

Ghatal News

Leave a Reply