নেশা করে নারায়নরা বেশিদিন বাঁচতে পারছেন না!

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক , ২ নভেম্বর  :  বেআইনি চোলাই মদের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভা।
আজ ২রা নভেম্বর মঙ্গলবার, মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়।চোলাই মদের বিক্রি ও প্রস্তুতি বন্ধ করার জন্য মহকুমা শাসক সুমন বিশ্বাসের উদ্যোগে মনসুকা লক্ষীনারায়ন হাইস্কুলে আয়োজিত হয় এই বিশেষ আলোচনা সভার।
উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ঘাটালের বিডিও ধ্রুবজ্যোতি প্রামানিক,এক্সাইস ও.সি সিদ্ধার্থ মাহাতো , মনসুকা লক্ষীনারায়ন হাইস্কুলের প্রধান শিক্ষক,মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সদস্য, এবং গ্রামের মহিলারা।
চোলাই মদ যাতে বিক্রি ও তৈরি না হয় তার আবেদন জানান মহকুমাশাসক সুমন বিশ্বাস, বিডিও ধ্রুবজ্যোতি প্রামানিক এবং এক্সাইস ওসি সিদ্ধার্থ মাহাতো।
মহকুমা শাসক বলেন, লক্ষ্মীদের সাথে নারায়নদেরও দরকার কিন্তু দেখা যাচ্ছে এই নেশা করে নারায়নরা বেশিদিন বাঁচতে পারছেন না, ফলে লক্ষ্মীরা একা হয়ে যাচ্ছেন। তাই এই চোলাই মদের বিক্রি ও প্রস্তুতি বন্ধ করতে হবে, তার ফলেই মনসুকা অঞ্চলের বদনাম ঘোঁচাতে পারব।

Ghatal News