Site icon Ghatal News

পবন পুত্র হনুমান ঝাড়গ্রামে শিক্ষকের ভূমিকায় !

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক,১৮ সেপ্টেম্বর : পবন পুত্র হনুমান ঝাড়গ্রামে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ। অাজ দেখা গেল ঝাড়গ্রামে শিক্ষকের ভূমিকায় পবন পুত্র হনুমান।
স্বাভাবিক নিয়মেই স্কুল চলছিল । ছাত্র ছাত্রীরাও মন দিয়ে ক্লাসে মগ্ন ছিল কিন্ত এক শিক্ষক অনুপস্থিত থাকায় ক্লাসে চলছিল পড়ুয়াদের হৈ হুল্লোড় । ক্লাসে হঠাৎই নতুন শিক্ষককে দেখে চমকে উঠল পড়ুয়ারা । কিছুটা হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েছিল তারা ।
তবে সেই আতঙ্ক কাটতে সময় লাগেনি । শিক্ষকের বাধ্য ছাত্র হয়ে পড়াশোনা শুরু করল তারা । স্কুলের এই নয়া শিক্ষককে নিয়ে কার্যত শোরগোল পড়ে যায় । তাঁকে দেখতে ভিড়ও জমান সকলে ।
এই নয়া শিক্ষক আর কেউ নন, পবন পুত্র হনুমান । অাজ তাকেই দেখা গেল ঝাড়গ্রামে শিক্ষকের ভূমিকায় । ঝাড়গ্রাম জেলার ক্ষেমাশুলি এলাকার অর্জুনিপল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একটি ক্লাসে ঢুকে পড়ে এক হনুমান। তারপর শুরু পেন হাতে নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার পাঠ দেওয়া । এমনকি ছাত্রছাত্রীদের খাতাতেও স্বাক্ষরও করেন এই নতুন শিক্ষক!

Ghatal News
Exit mobile version