Site icon Ghatal News

দলের গোষ্ঠী কোন্দল মেটাতে ঘাটালে মিটিং করল মন্ত্রী মানস ভূঁইয়া!

ঘাটাল নিউজ ডেস্ক ,৪ জুনঃ দলেরশাসক দলের মধ্যে কোন্দল না থাকলেও মতের ফারাক আছে এ কথা মেনে নিয়ে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন মতের ফারাক থাকতে পারে কিন্তু সেটা কোন্দল নয়।
দলের নির্দেশ না নিয়ে কোথাও কোনও নেতার অবাঞ্ছিত মন্তব্য করা যাবে না বলে তিনি মনে করিয়ে দেন।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশে ঘাটাল শহরের রাজিব নিলযে তৃণমূল কংগ্রেসের ঘাটাল মহকুমার সাংগঠনিক পর্যায়ে পর্যালোচনা বৈঠক হয়।

মন্ত্রী মানস ভূঁইয়া বলেন বৈঠকে অঞ্চল বুথ ব্লক পর্যায় এবং জেলা পর্যায়ে নেতাদের সমন্বয়ে পর্যালোচনা হয়েছে।
অভিষেক ব্যানার্জিকে সেনাপতি আখ্যা দিয়ে তিনি নব জোয়ার কর্মসূচির ব্যাপক সাফল্য সম্বন্ধে বলেন।
ঘাটাল মাস্টার প্লান কেন্দ্রীয় সরকার রূপায়িত না করায় তার সমালোচনা করে তিনি বলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সাড়ে ৫৫০ কোটি টাকা খরচ করেছেন ঘাটালে বন্যা নিয়ন্ত্রণের জন্য।
এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষীর ভাণ্ডার রেশনের চাল সহ বিভিন্ন পরিসভার কথা উল্লেখ করেন।।
এই বৈঠকে সবাইকে নিয়ে চলার নির্দেশ দেয়া হয় এবং চন্দ্রকোনায় নব জোয়ার কর্মসূচির আগে গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়ে বলেন কোন স্তরে কোন নেতা পরিবর্তন করতে হলে তা রাজ্যর নির্দেশ প্রয়োজন বলে তিনি স্পষ্ট মনে করিয়ে দেন।। এই মিটিং এ ছিলেন ঘাটাল দাসপুর বিধায়িকা মমতা ভূইয়া, সাংগঠনিক জেলার সভাপতি আশীস হুতাইত, চেয়ারম্যান অমল পান্ডা, জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি, বিকাশ কর, শংকর দোলই সহ অন্যান্য নেতৃত্বরা

Ghatal News
Exit mobile version