Site icon Ghatal News

লোধা শবরদের সামাজিক সুরক্ষা প্রকল্প দেওয়ার উদ্যোগ

ঘাটাল নিউজ ডেস্ক ঃঃ লোধা শবরদের সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ। রাজ্যের শ্রমদপ্তর অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচিতে এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলার বসবাসকারী তিন হাজারের বেশি পরিবারকে সামাজিক সুরক্ষা যোজনাভুক্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যেসব পরিবার এখনো যোজনার বাইরে রয়েছে তাদের যোজনা ভুক্ত করতে দুয়ারে সরকার শিবিরে প্রচার চলছে। জেলা প্রশাসন সূত্রে খবর ঝাড়গ্রাম জেলার বর্তমানে যে 7024 টি লোধা শবর প্রতিবাদ রয়েছে তাদের বেশিরভাগেরই দিনমজুরের উপর অথবা জঙ্গলে কাঠ পাতা সংগ্রহ করতে হয় সামাজিক সুরক্ষা যোজনায় পরিবার পিছু একজন অসংগঠিত শ্রমিকদের পিএফ একাউন্ট খুলে দেওয়া হয় তাদের প্রতি মাসে 50 টাকায় রাজ্য সরকার জমা করে এক্ষেত্রে ভোক্তা পরিবার কোন টাকা জমা দিতে হয় না এক্ষেত্রে যোজনা ভক্ত শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে 2 লক্ষ টাকা এবং সাধারন মৃত্যু হলে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

Ghatal News
Exit mobile version