ক্ষীরপাইয়ে রাস্তা অবরোধ চলছে ১৫ ঘন্টা ধরে, নাজেহাল মানুষ।

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : চন্দ্রকোনা থানার ক্ষীরপাই হালদার দীঘিতে রাস্তা অবরোধ চলছে ১৫ ঘন্টা ধরে, নাজেহাল মানুষ ও নিত্য যাত্রীরা। মোটর সাইকেল পর্য়ন্ত যেতে দেওয়া হছে না। পঞ্চম তপশীলকে সংবিধানে অন্তভূক্তি ও অলচিকি ভাষা তে শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলছে ভারত জাকাত মাঝি পারগানা মহল অাদিবাসী সংগঠনের । সোমবার সকাল থেকেই দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জঙ্গলমহল এর একাধিক অঞ্চলে রেল ও সড়ক অবরোধ করে আদিবাসী এই সংগঠন । দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন ও আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে দূরপাল্লার ট্রেন । পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে খড়গপুর থেকে ঝাড়্গ্রাম যাওয়ার রাস্তায় । সংগঠনের নেতৃত্বের দাবি সরকার সদর্থক ভাবে আলোচনায় না বসলে কিংবা রফাসূত্র না পাওয়া গেলে চলবে অনির্দিষ্টকাল ধরে এই অবরোধ । আর এই নিয়েই চিন্তায় প্রশাসনিক কর্তারা । ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে মোতায়ন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ । অন্যদিকে ডেবরার বিডিও-র গাড়িতে হামলার অভিযোগ উঠল ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা নাগাদ ব্লক অফিস থেকে বেরনোর সময় বিডিওর গাড়ি বিক্ষোভোর মুখে পড়ে। ভাঙচুর করা হয়েছে গাড়িতেও৷ আহতরা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিয়ৎসাধীন। ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্য বাবলু মুর্মু জানান বিষয়টি কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি। অাদিবাসী সংগঠনের অবরোধ উঠার বিষয়ে জেলা শাসক বলেন, অালোচনা করা হছে দফাই দফাই। সমাধান সূত্র বের করার চেষ্টা চলছে। অাদিবাসী সংগঠন থেকে জানানো হয়েছে, যতক্ষন না পর্যন্ত তাঁদের দাবী মেনে নিছে ততক্ষন অবরোধ চলবে।

Ghatal News

Leave a Reply