গেরুয়া ঝড়ে ক্ষীরপাই পুরসভা লিড বিজেপির ।
অন্যান্য পৌরসভার মতো ক্ষীরপাই পৌরসভাতে লোকসভা নির্বাচনে ভোটের নিরিখে বিজেপি এগিয়ে আছে।
শহরের মানুষ তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
শাসকদলের জনমুখী প্রকল্পর প্রচারেএই পৌরসভার বাসিন্দারা পাত্তা দেয়নি।
রাজ্য জুড়ে এবং এই পৌরসভাতেও শাসক দলের নেতাদের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ,বলে
রাজনৈতিক মহলের ধারণা।
লোকসভা নির্বাচনের ফলাফলে ক্ষীরপাই পৌরসভার ভোটের নিরিখে নিজেরাও অবাক হয়েছেন তৃণমূলের নেতারা।।
ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ডের মধ্যে আটটিতেই জয়ী হয়েছে পদ্ম শিবির। ক্ষীরপাই পুরসভায় মাত্র দুটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করেন ২০২১ সালে নতুন মুখ বীরেশ্বর পাহাড়িকে পুরসভায় এডমিনিস্ট্রেটর বসিয়ে পুরভোটে লড়েছিল তাই এলাকার মানুষ ৯টি ওয়ার্ড জিতিয়েছিল।ভোটের পরে চেয়ারম্যান করা হয় দূর্গা শংকর পানকে, ক্ষীরপাই পুরবাসী তাই মুখ ফিরিয়ে নিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।
হেরে গেছেন পৌরসভার চেয়ারম্যান,
ক্ষীরপাই শহর তৃণমূল সভাপতি ও সহ-সভাপতি র নিজস্ব ওয়ার্ডে হেরেছে তৃণমূল।
ক্ষীরপাই পুরসভা এলাকা থেকে বিজেপির লোকসভা প্রার্থী অরূপ কান্তি দিগার লিড পেয়েছেন এক হাজার ২১৯ টি ভোট।
আরামবাগ লোকসভা আসনে আট হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মিতালী বাগ।
ক্ষীরপাই শহর তৃণমূল সভাপতি বীরেশ্বর পাহাড়ি বলেন, ক্ষীরপাই পুরসভা এলাকায় যা উন্নয়ন হয়েছে তাতে এই ফলাফল আমরাও আশা করিনি। খুব শীঘ্রই আলোচনা করবো কোথায় ভুল হয়েছে খুঁজে বার করব।
অপরদিকে ক্ষীরপাই পুরসভা এলাকার বিজেপি নেতা চন্দ্রকোনা বিধানসভার কনভেনার গৌতম ভট্টাচার্য বলেন, ক্ষীরপাই পুরসভা এলাকার মানুষ তৃণমূল নেতাদের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে ভোট বাক্সে জবাব দিয়েছেন
আবাস থেকে শুরু করে এমন কোন প্রকল্প নেই যেখানে নেতারা দুর্নীতি করেনি।
চেয়ারম্যান নিজের ওয়ার্ড লিড দিতে ব্যার্থ। আমরা খুব শীঘ্রই পুরসভার দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামবো,
এই নিয়ে চেয়ারম্যান এর পদত্যাগ দাবি করব।
ক্ষীরপাই পুরসভার ২৩৩ ২৪২ এবং ২৪৪ নম্বর বুথে জয়ী হয়েছে তৃণমূল। বাকি বুধ গুলিতে লিড বিজেপির।
ক্ষীরপাই পৌরসভার তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বীরেশ্বর পাহাড়ি, তার তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তিনি সেই ওয়ার্ডেই ১০৭ ভোটে পিছিয়ে।
তৃণমূল পুরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান নিজের ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ড ৩১২ ভোটে পিছিয়ে শাসক দল। লোকসভা ভোটে মূলত দুর্নীতি অভিযোগ তুলে প্রচার করেছিল বিজেপি।
ক্ষীরপাই পুরসভায় বিজেপি লিড পেয়েছে ১ হাজার ২১৯টি ভোট।
মাত্র দু বছর আগে ২০২২সালে পুর ভোটের নটি ওয়ার্ডের জিতে পুরসভা দখল করেছিল তৃণমূল কিন্তু এবারের লোকসভা ভোটে বিজেপি ৮ টি ওয়ার্ডে বিজেপি লিড পাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
ক্ষীরপাই পুরসভা এলাকায়। ভোটের আগেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যেখানে হারবে, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং নতুন মুখ আনা হবে।
এখন দেখার সেটাই হয় কিনা না শুধু ভোটের বৈতরণী পার হবার জন্যই রিচার্জ করা হয়েছিল নেতাদের।