Site icon Ghatal News

খড়গপুরে রাবণ পোড়ালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিম মেদিনীপুরঃ

রীতি মেনেই পালিত হতে চলেছে দশেরার রাবণ পোড়ান।কথিত আছে পুরাকালে রাম নবরাত্রির শেষে দশমির দিন রাবণকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে ছিল।আর তাই সেই প্রথায় দেশজুড়ে পালিত হচ্ছে রাবণ পোড়া।আশি বছরের ঐতিহ্যকে রেখে খড়গপুরের দক্ষিণ-পূর্ব রেলের সেটেলমেন্ট গ্রাউন্ডে পোড়ানো হতে চলেছে রাবণ।এবার রাবণ বধ করবেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।

রাবণ পোড়া দেখতে সকাল থেকেই ঢল নেমেছে হাজার মানুষের।বিভিন্ন রকম আতশবাজি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে রাবণ মাঠ।ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।একদিকে দেবী দুর্গার নিরঞ্জন অন্যদিকে আর রাবণ বধ করে অশুভ শক্তির বিনাশ দুই মিলিয়ে উচ্ছ্বসিত খরগোপুরবাসী।জেলার বিভিন্ন স্থানে রাবণ পোড়া অনুষ্ঠিত হতে চলেছে।

Ghatal News
Exit mobile version