কেশিয়াড়ীতে দুষ্কৃতির গুলিতে মৃত্যু তৃণমূল কর্মির, অভিযোগের তীর বিজেপির দিকে

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৬ সেপ্টেম্বর। বিজেপি কর্মী সমর্থকদের ছোঁড়া গুলিতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার অন্তর্গত খাজরা গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম বিভূরঞ্জন দাস (৪০)। এদিন সন্ধ্যা নাগাদ প্রথমে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি অভিযোগ করেন, সারা রাজ্য সহ এজেলাতেও বনধ ব্যর্থ করেছে সাধারণ মানুষ। সেই জন্যই তারা মানুষকে জোর করে ভয় দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। আজ বিকেলে যখন কেশিয়াড়ির খাজরা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিল। সেই সময় বেশ কয়েকটি মোটর সাইকেলে করে বেশকয়েকজন বিজেপির দুস্কৃতিকারী মুখে কাপড় বাঁধা অবস্থায় গুলি চালাতে চালাতে আসে এবং আমাদের তৃণমূল কর্মী বিভূতিরঞ্জন দাসকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপির জেলা সভাপতি শমীত দাস। তিনি বলেন, বিজেপি বন্দুক গুলির রাজনীতিতে করেনা। এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয়। দুপক্ষের ঝামেলার জেরে এই ঘটনা ঘটতে পারে। বিনা লাইসেন্স এর বন্দুক শাসক দলের লোকেদের কাছে থাকতে পারে, বিজেপির লোকেদের কাছে নয়।

Ghatal News

Leave a Reply