কেশিয়াড়ির প্রশাসনিক সভা থেকে বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর

মেদিনীপুর- ঝাড়গ্রাম

কেশিয়াড়ির প্রশাসনিক সভা থেকে বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর

সোমবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সভাপন্চ থেকে বিজেপিকে কড়া হুসিয়ারি দিলেন মূখ্যমন্ত্রী। সদ্য হয়ে যাওয়া পন্চায়েত নির্বাচনে হ্মমতা দখল করে বিজেপি, এর পিছনে অবশ্য তৃনমূল নেত্রী দায়ী করেছেন নিজের দলের নেতাকর্মীদেরই। মূখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ ভুল করেছিল , তাদের সরিয়ে দেওয়া হয়েছে, সভামন্চ থেকেই তৃনমূলকে ভুল বুঝে সরে না যাওয়ার আবেদন করেন তৃনমূল নেত্রী।পাশাপাশি এদিনের মন্চ থেকেই পরিবহন মন্ত্রি শুভেন্দু অধিকারীর হাতে কেশিয়াড়ির দায়িত্বে তুলে দেন নেত্রী। পাশাপাশি বিজেপিকেও একহাত নিয়ে মমতা ব্যানার্জী বলেন, বাংলায় দাংগা লাগানোর চেষ্ঠা করছে বিজেপি। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপি যেখানে জয়ী হয়েছে সেখানে জেলা পরিষদ এর সাহায্যে কমিটি করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে চাপে রাখতে ফের কেশিয়াড়ি আসার কথাও বলেন মূখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের সভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে রাম রাবনের রাজনীতির তত্ব তুলে নিয়ে আসে মমতা ব্যানার্জী। মূখ্যমন্ত্রীর সফরের পর কেশিয়াড়িতে তৃনমূল কি ফের জমি পুনরুদ্ধার করতে পারবে সেটাই দেখার বিষয়।

Ghatal News

Leave a Reply