করম পরব পালিত হচ্ছে দক্ষিণবঙ্গে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

করম পরব পালিত হচ্ছে দক্ষিণবঙ্গে

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২১ সেপ্টেম্বর : করম পরব পালিত হচ্ছে দক্ষিণবঙ্গে জুড়ে। সাড়ম্বরে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের চার জেলায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে করম পরব l পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আদিম জনজাতির মানুষেরা মূলত এই পার্বণ পালন করেন l এবার সরকারিভাবেও করম পরব পালন করা হয়েছে l ঝাড়গ্রামের  মধুবন মোড়ে এবং জেলাশাসকের দপ্তরের সামনে মূল অনুষ্ঠানটি পালন করা হয় l  দক্ষিণবঙ্গের এই চার জেলার আদিম জনজাতি গোষ্ঠীর মানুষেরা ভালো ফসল উৎপাদন ও সুখ সমৃদ্ধি কামনায় করম পুজোর আয়োজন করেন l আগামীকাল শনিবার একাদশীর দিনে দেব জ্ঞানে করম গাছের একটি ডাল মাটিতে গেড়ে আনুষ্ঠানিকভাবে করম ঠাকুরকে জাগান  এবং পূজা অর্চনা করা হবে l  একাদশীর রাতে অভুক্ত কুমারী মেয়েরা করম ঠাকুরের উদ্দেশ্যে ডালাতে  করে  মুগ মটর ছোলা ইত্যাদি কলাইয়ের অঙ্কুরিত নৈবেদ্যের ডালি নিবেদন করে ওই করম ডাল টিতে l তারপর ধামসা মাদল নিয়ে সারারাত নাচ গান করে 
গ্রামবাসীরা l  মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার  মুলবাসী  মানুষজন এই উৎসবে সামিল হন l

Ghatal News

Leave a Reply