ক্যানিং এর কলেজহাট বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হল তিনটি দোকান।

রাজ্য

ঘাটাল নিউজ ডেস্ক : ১৪ সেপ্টেম্বর: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার কলেজহাট বাজারের তিনটি দোকান। শুক্রবার সকাল দশটা নাগাদ স্থানীয় একটি মিষ্টির দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে পাশের আরও দুটি দোকানে। মিষ্টির দোকানে মজুত গ্যাস সিলেন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় মানুষজন দমকলে খবর দিলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার দীর্ঘক্ষণ পর দমকল এলাকায় আসায় স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পরে দমকল কর্মীরা। পরে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে,শুক্রবার সকালে স্থানীয় দীপক সরদারের মিষ্টির দোকানে পরটা ভাজার কাজ চলছিল। সেই সময় অসাবধানতার কারণে আগুন গ্যাস সিলেন্ডারে লেগে যাওয়ায় বিস্ফোরণ হয়। ঘটনায় মিষ্টির দোকানের একজন কর্মী জখম হন। আতঙ্কে দোকান ছেড়ে বেড়িয়ে আসেন সকলে। দ্রুত আগুন ছড়িয়ে পরে সম্পূর্ণ দোকানে। দোকানের ভিতরে একাধিক গ্যাস সিলেন্ডার মজুত থাকায় একাধিকবার বিস্ফোরণ ঘটে। এরপর সেই আগুন ছড়িয়ে পরে পাশের আরও দুটি দোকানে। আগুনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। স্থানীয়রাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। এর পর স্থানীয়রা দমকলে ফোন করলে দীর্ঘক্ষণ দমকল ফোন ধরেনি বলে অভিযোগ। আর সেই কারণে আগুন লাগার একঘণ্টার বেশি সময় পরে দমকল এলাকায় এলে স্থানীয় মানুষজন দমকলকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। দু একজন দমকল কর্মীকে ধাক্কা মারে এবং দমকলের গাড়ির কাঁচও ভাঙা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে ক্যানিং থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে মোট তিনটি দোকান ভস্মীভূত হয়ে যায়। মিষ্টির দোকানের পাশাপাশি আরজেদ গাজী, মনসুর লস্করের দুটি সাইকেলের দোকান ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় প্রায় ছ’ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Ghatal News

Leave a Reply