ঘাটালে কালীপূজো উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ৩ নভেম্বর :  ঘাটালের বন্যা শুধু ডিভিসির ছাড়া জলে হয়নি, দীর্ঘদিন বাঁধ সংস্কার না হওয়ার ফলে একটার পর একটা বাঁধ ভেঙে বন্যা হয়েছে।
বুধবার ঘাটালের বিবেকানন্দ মোড়ে কিশোর সংঘের কালীপুজো উদ্বোধন করে এই কথাগুলো বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি তিনি নাম না করে শাসক দলের নেতা এবং মন্ত্রীদের খোঁচা দিয়ে বলেন, বন্যার সময় কেউ কেউ এসেছিল ফটোশুট করতে অর্থাৎ ছবি তুলতে। মিডিয়া ,পুলিশ, সিকিউরিটি নিয়ে খিঁচো মেরি ফটো এই মন্তব্য করে শাসক দলের নেতা মন্ত্রীদের কটাক্ষ করেন শুভেন্দু। আর ঠিক সেই সময়ে কিশোর সংঘের সদস্যরা প্রতিদিন পাঁচ হাজার বন্যার্তদের মুখে অন্ন তুলে দিয়েছেন।
সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি বলেন ,এ রকম ঘটনা যেন আর কোথাও না ঘটে।
স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর।
নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল মহকুমায় এসে তিনি বর্ণপরিচয়এর স্রষ্টার প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিন শুভেন্দু বাবু বেশ কয়েকজনকে শীতবস্ত্র প্রদান করেন।
কিশোর সংঘ কে তিনি বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
শ্যামাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট, জেলা পরিষদের সদস্য অমূল্য মাইতি এবং জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত সহ অন্যান্যরা।
বিধায়ক শীতল বাবু ক্লাবের সদস্যদের অভিনন্দন জানান।

Ghatal News