Site icon Ghatal News

যদুপুরে জ্বলছে জমির গাছ, দমকলের নিয়ন্ত্রণে আগুন নেভে

ঘাটালের যদুপুরের বিঘার পর বিঘা জমিতে জ্বলছে আগুন ঘটনাস্থলে দমকল বাহিনী ।। শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যদুপুরে ।। এলাকার কয়েক বিঘা জমিতে আগুন লাগে সেই আগুন ছড়িয়ে যায় সর্বত্র । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । আগুন নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে যেতে হয় দমকল বাহিনী ও খড়ার ফাঁড়ির পুলিশ । তবে কে বা কারা এই দিনের পর দিন আগুন লাগাচ্ছে তা জানা যায়নি ।। এলাকার মানুষের দাবি দীর্ঘ কয়েক বৎসর ধরে এই মাঠে আসে পরিযায়ী পাখি, কিন্তু দিনের পর দিন আগুন লাগালে তাদের ক্ষতি হচ্ছে ফলে পাখিরা আর আসছে না ।।

Ghatal News
Exit mobile version