Site icon Ghatal News

অবৈধ ভাবে শিলাবতী নদী থেকে বালি তোলা হছে এই অভিযোগে গ্রামবাসীরা ট্রাকটর অাটকাল

অবৈধ ভাবে শিলাবতী নদী থেকে বালি তোলা হছে এই অভিযোগে গ্রামবাসীরা ট্রাকটর অাটকাল পশ্চিম মেদিনীপুর, ২৭নভেম্বর : বেআইনিভাবে নদী থেকে বালি তোলার অভিযোগ তুলে বালি বোঝাই ট্রাক্টর আটকে রাখল এলাকাবাসীরা। মঙ্গলবার চন্দ্রকোনা টাউনের ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কুলদহ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় কুলদহ, যাদব নগর, গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী আর সেই শিলাবতী নদী থেকে তোলা হচ্ছে বালি, যে বালি তোলার ফলে ক্ষতি হচ্ছে নদীর পাড়। গ্রামবাসীরা নিজেদের বাড়ি তৈরীর জন্য বালি পাচ্ছে না বলে অভিযোগ তুলে বালির গাড়ি আটকে রাখল তারা। গ্রামের বাসিন্দা লক্ষণ বিশ্বাস জানান, বেশ কিছুদিন ধরে আমাদের এই শিলাবতী এলাকা থেকে অবৈধভাবে বালি তুলছে এক ব্যক্তি। আমরা মনে করছি বেআইনি ভাবেই এই বালি তোলা হচ্ছে আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি তাই আমরা বালির গাড়ি আটকে রেখেছি। যদিও এ বিষয়ে অভিযুক্ত প্রশান্ত কারক বলেন প্রশাসনিকভাবে আমি এই এলাকা থেকে বালি তোলার অনুমতি পেয়েছি, তাই আমি ওখান থেকে বালি তুলছি অবৈধভাবে কোন বালি তোলা হয়নি। বেশ কিছু এলাকা বাসী আমাকে মাঝে মধ্যে টাকা চায় আমি তা না দেওয়াতে এই ঘটনা। আর এলাকাবাসীরা কয়েকটা ট্রাকটার আটকে রেখেছে আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। গ্রামবাসীদের অারও দাবী যে এলাকায় বালি তোলার অনুমতি পেয়েছে তা বাদ দিয়ে অন্য জায়গা থেকে অবৈধ ভাবে বালি তুলে নিছে। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা ১ ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক ঘোষ জানান কুলদহ এলাকায় একটি বৈধ খাদান আছে, কিন্তু কোথায় কি ঘটেছে খবর নিয়ে দেখছি । যদি অবৈধ ভাবে বালি কেউ তোলে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

Ghatal News
Exit mobile version