Site icon Ghatal News

১০০ দিনের কাজ না পাওয়াই ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল মহিলারা

জব কার্ডে ১০০ দিনের কাজ না পাওয়াই ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল মহিলারা ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর : জব কার্ডে ১০০ দিনের কাজ না পাওয়াই ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল মহিলারা। জব কার্ড আছে কিন্তু কাজ দিছে না! কাজ যেহেতু নাই, কাজের বিনিময়ে টাকাও পাছে না। নিয়মিত কাজ না পাওয়াই অসুবিধার সম্মুখীন হয়েছে জর্ব কার্ডের মহিলারা। কাজ পাওয়ার দাবী তুলে প্রতিবাদ করে  গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনেই  বিক্ষোভ দেখান মহিলারা। মঙ্গলবার এই ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরেরঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েত এলাকার মানুষের অভিযোগ তাদের জবকার্ড থাকলেও দীর্ঘদিন যাবৎ তাদেরকে কোনো কাজ দেওয়া হচ্ছে না। তাই
আজ বিক্ষোভকারীরা হাতে ঝড়া কোদাল নিয়ে ইড়পালা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান হাতে প্লাকার্ড নিয়ে।  পঞ্চায়েত অফিস থেকে জানানো হয়েছে জর্ব কার্ডে যাদের নাম রয়েছে তারা কাজ পাবে।

Ghatal News
Exit mobile version