Site icon Ghatal News

ঐতিহাসিক স্টিম ইঞ্জিন চালু হল খড়গপুরে

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক : কয়েক যুগ আগের একটি হেরিটেজ স্টিম ইঞ্জিন চালু করল খড়গপুর রেল বিভাগ। কয়েক যুগ পর এক প্রকার জাদুঘর থেকে নতুন করে সুসজ্জিত অবস্থায় ট্রাকে ফিরতে পারলো একটি হেরিটেজ ট্রেন l ১৯২৬ সালে ইংল্যান্ডে বিশেষ স্টিম ইঞ্জিন তৈরি হয়। ইংল্যান্ডে তৈরি এই ঐতিহাসিক বিশেষ ইঞ্জিনটিকে রাখা হয় খড়গপুরে। তবে এতদিন মোটেও তা ব্যবহার হয়ে ওঠেনি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। দীর্ঘ বছর পর এদিন নতুন করে রেললাইনে দেখা গেল ঐতিহাসিক এই স্টিম ইঞ্জিনটিকে। আর এই ইঞ্জিন খড়গপুর স্টেশনে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেশনের নিত্যযাত্রী, ছাত্রছাত্রী থেকে রেলকর্মী সকলেই। আজ বেলা 10 টা 35 মিনিটে হেরিটেজ স্টিম ইঞ্জিন টি খড়গপুর স্টেশন এ নিয়ে আসা হয় l ইঞ্জিন এর পিছনে জুড়ে দেওয়া হয় কয়েকটি কামরা l এরপর সেই  হিস হাস শব্দ করতে করতে যাত্রা শুরু করে l স্টিম ইঞ্জিনটি  প্রথমে একটি  লোকাল ট্রেন কে পরীক্ষামূলক ভাবে বোর্ডিং স্কুল পর্যন্ত প্রায় চার কিলোমিটার টেনে নিয়ে যায় l ইঞ্জিনটি পরিবহন ক্ষমতা ও অন্যান্য গুণগত দিক গুলিতে উত্তীর্ণ হওয়ার পর দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা সমস্ত আধিকারিকদের নিয়ে খড়গপুর স্টেশন থেকে 50 কিলোমিটার দূরের শালবনী  স্টেশন পর্যন্ত যাত্রা করে l খড়গপুর রেল বিভাগের ডি আর এম জানান , আজ এক উজ্জ্বল মুহূর্তের সাক্ষী হয়ে রইল রেল বিভাগ l জানা গিয়েছে ৯৩ বছরের পুরনো এই স্টিম ইঞ্জিনটিকে নতুন করে গড়ে তুলতে খরচ হয় লক্ষাধিক টাকা। এদিন খড়গপুর প্ল্যাটফর্ম থেকে স্টিম ইঞ্জিনটিকে সবুজ ঝান্ডা দেখিয়ে উদ্বোধন করেন রেলের সিএমই জয়ন্ত কুমার সাহা।

Ghatal News
Exit mobile version