ঘাটাল হাসপাতালে ডায়ালেসিস ও স্ক্যান শ্রীঘ্রই চালু হছে : বিধায়ক শংকর দোলই।

আমার ঘাটাল

ঘাটাল নিউজ,ওয়েব ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালেসিস ও স্ক্যান শ্রীঘ্রই চালু হছে একথা জানান ঘাটালের বিধায়ক শংকর দোলই। অাজ ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে উত্তরন ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান এবং নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে উদ্বোধন করতে এসে বিধায়ক শংকর দোলই জানান স্বাস্থদপ্তরের ছাড়পত্র মিলেছে খুব শ্রীঘ্রই ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ালেসিস ও স্ক্যান চালু হতে চলেছে। রোগীর অাত্মীয়কে অার বেসরকারী সংস্থা বা কলকাতায় ছুটতে হবে না। হাতের নাগালেই হাসপাতালের মধ্যেই ডায়ালেসিস এবং স্ক্যান করতে পারবে রোগীরা। এতে সুবিধা হবে গরীব মানুষদের। শংকর বাবু অারও বলেন, রাতে স্ক্যান করতে গেলে অতিরিক্ত টাকা নেওয়া হয় অনেক স্ক্যান সেন্টারে। ডাক্তারও ঐ স্ক্যান সেন্টারের নামও বলে দেয়। এইসব নিয়ে তিনি দূত ডাক্তার এবং স্ক্যান সেন্টারদের নিয়ে বসবেন বলে জানান। মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় স্বাস্থে অভূত পূর্ব উন্নয়ন হয়েছে। তারই নতুন পালক হিসাবে ঘাটাল হাসপাতালে ডায়ালেসিস ও স্ক্যান জুড়তে চলেছে শ্রীঘ্রই।

Ghatal News

Leave a Reply