Site icon Ghatal News

হায়নার কামড়ে অাহত ৬, অাতঙ্কে গ্রামবাসী

চন্দ্রকোনায় হায়নার কামড়ে অাহত ৬, অাতঙ্কে গ্রামবাসীরা ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : লালগড়ের পর চন্দ্রকোনা। লালগড়ে রয়্যাল বেঙ্গল টাইগার অাতঙ্কের পর চন্দ্রকোনার কালাপাট গ্রাম হায়নার অাতঙ্কে গৃহবন্দি মানুষ। ঘর থেকে বেরতে ভয় পাছে। হাতে লাঠি নিয়ে বের হছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জাড়া গ্রাম পঞ্চায়েতে কালাপাটে হায়নার কামড়ে অাহত ৬ গ্রামবাসী। হায়নার অাতঙ্কে গোটা গ্রাম কাঁপছে। গ্রামবাসীদের দাবী গতকাল সন্ধ্যা থেকে একটি হায়না কালাপাট, খেজুরবনী গ্রামে দাপিয়ে বেড়াছে। কালাপাট, বাঁশখা, খেজুরবনী সহ কয়েকটি গ্রামে ৬ গ্রামবাসীকে কামড়ে অাহত করেছে। গ্রামের একটি গরুকেও কামড়ে জখম করে। কালাপাট গ্রামের হাবিবুর রহমান বলেন, অাতঙ্কে রয়েছে গোটা গ্রাম গতকাল সন্ধ্যার পর থেকে শিয়ালের মত দেখতে হায়নাকে দেখতে পাওয়া গেছে। বনদপ্তরের কর্মীরাও দেখেছেন। গ্রামের অনেক জনকে কামড় দিয়েছে। স্কুলে যেতে ভয় পাছে স্কুল পড়ুয়ারা। নিজেরা গিয়ে দিয়ে অাসছি। কালাপাট গ্রামের কবর স্থানের পাশের জঙ্গলে অবস্থান করছে হায়নাটি। বনদপ্তরর সূত্রে জানা গেছে হায়নার মত দেখতে জন্তুটিকে ধরতে খড়গপুর থেকে টিম অাসছে। বনদপ্তরের ঘাটাল রেঞ্জ অফিসার অাশিষ ব্যানার্জি জানান, গড়বেতার পানি কোটর জঙ্গল থেকে অাসার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার জয়পুর জঙ্গল থেকে অাসতে পারে। অামরা গতিবিধির উপর নজর রাখছি। জাল দিয়ে ধরার চেষ্টা করা হবে।

Ghatal News
Exit mobile version