hঘাটালের মর্গের নীচে থেকে অাজ দুপুরে হঠাৎ অাগুন লেগে যায়, তারপর সেই অাগুন দূত গতিতে মর্গের কাচের ঘরে অাগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা জল দিয়ে অাগুনকে নিয়ন্ত্রনে অানে এবং অাগুন নেভায়। অাহতর কোন খবর নেই। দমকল সূত্রে জানা গেছে, মর্গের নীচে কেছড়া থেকে অাগুন ধরেছে।
ঘাটালের মর্গে অাগুন, নিয়ন্ত্রন করল দমকল
