ঘাটালের দুর্দিনে ছিলাম, অাজও থাকব : শুভেন্দু অধিকারী

আমার ঘাটাল রাজনীতি

সৌরভ পাল, ১ জুন : কর্মীদের নিয়েই পুনরুদ্ধার হবে পার্টি অফিস ঘাটালে এসে একথা বলেন শুভেন্দু অধিকারী। প্রয়োজন হলে প্রতিরো হবে। অামি বারবার বলেছি গনতান্ত্রিক পরিবেশ থাকবে অাপনারা জিতেছেন বিজয় মিছিল করবেন ঘাটালে দেব জিতেছে অামরা পুলিশের অনুমতি নিয়ে মিছিল করব। সবার অফিস খোলা থাকবে। অামাদের এই মেদিনীপুর অভিভক্ত জেলা বারবার ক্ষত বিক্ষত হয়েছে ৯৮ সাল থেকে। বিশেষ করে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গোঘাট গড়বেতা কেশপুর চমকাইতলা ছোটোঅাঙারিয়া বেনাচাপড়া সন্ধিপুর পরবর্তীকালে নেতাই নন্দীগ্রাম এই এলাকাগুলোতে সিপিএমের হার্মাদরা ক্ষতিগ্রস্থ করেছে। এবং অামরা কেউ অাক্রান্ত হয়না হলে ক্ষতিগ্রস্থ হয় নিচু তলার কর্মীরা গ্রামের গরীব মানুষরা। মেদিনীপুরে বহু লোকের রক্ত গিয়েছে। বেনাচাপড়ায় ৬ জন কর্মীকে মেরে জ্যান্ত মাটির তলায় পুঁতে দিয়েছিল সিপিএমের হার্মাদরা। ২০০০ সালে পুঁতেছিল ২০১১ সালে পাওয়া গেছে। অামরা এই জিনিস বরদাস্ত করব না। জেলার ৯০ শতাংশ পরিস্কার ছিল অাজ কেশপুরের অানন্দপুরে বাকীটা হয়েগেছে। অাপনারা ভয় পাবেন না। রিপোট করুন অামি ৬ তারিখ এসে সবাইকে নিয়ে অঞ্চলে যাব পার্টি অফিস দখল মুক্ত করব। অাইন হাতে তুলে নিতে চাইনা। প্রয়োজন হলে প্রতিরোধ হবে অামি অাপনাদের সাথে অাছি। সুদিনে না থাকতে পারি ঘাটালবাসীর দুর্দিনে ছিলাম অাবার দুর্দিনেও থাকব।

Ghatal News