দেওয়াল চাপা পড়ে ঘাটালে রাজমিস্ত্রির মৃত্যু

আমার ঘাটাল

ঘাটালে দেওয়াল চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু। নাম হেমন্ত সিংহ রায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাটালের ১৬ নং ওয়ার্ডে পেট্রোল পাম্পের উত্তরে জীবনদীপ নার্সিংহোমের সামনে ঘাটাল পৌরসভার ড্রেনের কাজের জন্য গর্ত খুলা হছিল। রাজমিস্ত্রীরা কাজ করার সময় পাশের জায়গায় ১৫ থেকে ২০ ফুটের একটি দেওয়াল এক রাজমিস্ত্রির উপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ঐ রাজমিস্ত্রীর। দেওয়াল চাপা পড়ার ফলে ঐ রাজমিস্ত্রিকে বের করে অানা কঠিন হয়ে উঠে। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও সিঅাই সুপ্রিয় বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দেন। এরপর একটি জেসিভি মেসিন অানানো হয়। ঘন্টাকানেকের চেষ্টায় দেওয়াল সরিয়ে রাজমিস্ত্রিকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করা হয়। স্থানীয় মানুষদের দাবী পৌরসভা ড্রেন তৈরী করার সময় কেন দেখল না পাশের প্রাচীরের অবস্থা কি অাছে। অারও প্রশ্ন উঠেছে ঐ প্রাচীরের কোন প্লান নেই। তাহলে কি পৌরসভা জেগে ঘুমাছে। চেয়ারম্যান বিভাষ ঘোষের দাবী, ঐ প্রাচীরটি অনেক বছর অাগে হয়েছে। অবৈধ প্রাচীর। বে অাইনি প্রাচীরের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা নিছি। পৌরসভার কাজ এজেন্সির ঠিকাদার করছিল। ঠিকাদারের এক শ্রমিক মারা গেছে, পৌরসভা থেকে যতটা সাহায্য করা যায় করা হবে। সাধারন মানুষের একটাই প্রশ্ন এই অবৈধ প্রাচীরের বিরুদ্ধে অাগে কেন ব্যবস্থা নেওয়া হল না তাহলে কি এর মধ্যে কি রহস্য অাছে।

Ghatal News

Leave a Reply