ভিক্ষুকদের ভোজন করিয়ে বৌভাত সারল ঘাটালের যুবক

আমার ঘাটাল

প্রায় ৩০০ ভিক্ষুকদের ভোজন করিয়ে বৌভাত করলো ঘাটালের অতনু
গত ৩০ শে জানুয়ারি ঘাটাল আড়গোড়ার বাসিন্দা অতনু বিশ্বাস খড়গপুরের বাসিন্দা শর্মিষ্ঠা আচার্য্যা-কে বিয়ে করে।পরদিন সকালে বাড়ি আসে এবং গতকাল সন্ধ্যায় তার বৌভাত অনুষ্ঠিত হয়।কিন্তু আজ আবার তার বৌভাতের অনুষ্ঠান করা হয় ভিক্ষুকদের নিয়ে।প্রায় ৩০০ ভিক্ষুকদের আমন্ত্রণ করা হয় দুপুর আহার করার জন্য।তারা আসেন অতনুর বাড়িতে।কোন কারণ বসত অতনু বাড়িতে না থাকায় তার বাবা,মা ও তার স্ত্রী ভিক্ষুকদের আপ্যায়ন করেন।প্রথমে কেক কাটা হয় এবং তারপর তাদের আহারের ব্যবস্থা করা হয়।অতনুর বাবা মেঘনাদ বিশ্বাস বলেন আমরা স্থানীয় কিছু লোক মিলে বছরে একবার করে এই ভিক্ষুকদের নিয়ে বেড়াতে যাই।আমার ছেলেও সাথে যায়।সেখানে আমার ছেলেকে দেখে এরা বলেছিল আমার ছেলের বিয়েতে ভোজন করানোর জন্য, তাদের আবদার রাখতে আজ এই অনুষ্ঠান। তাছাড়াও আমি চাই যারা আজ এসেছে তারা আমার ছেলে ও বৌমাকে আশীর্বাদ করুক।অতনুর স্ত্রী বলে সম্পূর্ন নতুন এক অনুভূতি। শশুড়বাড়িতে এসে এই ভাবনাকে স্বাগত জানাই।আমার খুব ভালো লাগছে।এই ব্যপারে অতনু কে প্রশ্ন করলে অতনু বলে , আজকাল dj আর আতশবাজির রোশনাই দিয়ে বিয়ে বাড়ী গুলো সেজে ওঠে কিন্তু এই দুঃস্থ মানুষগুলোর পাশে কেউ থাকে না , তাই আমার বৌভাতে এনাদের সাথে আনন্দ ভাগ করে নিলাম ,পরবর্তীকালেও এঁদেরকে নিয়ে চলতে চাই।

Ghatal News

Leave a Reply