ঘাটাল বিদ্যাসাগর স্কুলের ছাত্র রৌনক রাজ্যে মাধ্যমিকে দ্বিতীয়

রাজ্য

ঘাটাল নিউজ ডেস্ক, ৩ জুন ঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ৬৯২ রৌনক মন্ডল দ্বীতিয় স্থান অধিকার করেছে

মাধ্যমিকে র‍্যাংক করবে আশা করলেও একেবারে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করবে তা ভাবতে পারেনি রৌণক মন্ডল।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র রৌনক ৬৯২ নাম্বার পেয়ে, মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করল।
রৌণক এর বাবা তাপস মন্ডল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের একাউন্টান্সির শিক্ষক, মা প্রণতি মন্ডল গৃহবধূ।
৮ থেকে ৯ ঘণ্টা করে নিয়মিত পড়ত এবং লেখার অভ্যাস করত রৌণক।
বরাবরের মেধাবী ছাত্র কোনদিন ক্লাসে দ্বিতীয় হয়নি বরাবর প্রথম হয়ে এসেছে।
ফুটবল খেলা রৌণক এর প্রিয়। মেসি তার প্রিয় ফুটবলার, মেসির খেলা সে কখনো মিস করে না।
ভালো রেজাল্টের নেপথ্যে তার বাবা-মা দিদি যেমন উৎসাহ দিয়েছেন, ঠিক সেভাবেই স্কুলের শিক্ষকরা তাকে সহযোগিতা করেছে।
রৌণক এর দিদি রিয়া মেধাবী ছাত্রী ।প্রাণিবিদ্যায় এমএসসি করে তিনি এখন বিএড পড়ছেন।
রৌন ক ভবিষ্যতে আই আই টি তে পড়তে চান।
বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় রৌনক স্থান অধিকার করেছে।
রৌণক এর বাবা অংক এবং মা বাংলা বিষয়ে সহায়তা করেছেন।
একাদশ শ্রেণিতে হাওড়ার ইন্ডিয়ান পাবলিক স্কুলে বিজ্ঞান নিয়ে ভর্তি হবে সে।
শান্ত স্বভাবের এবং মেধাবী রৌণক বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
রৌণক পড়াশোনা নিয়েই থাকতো বললেন তার বাবা-মা এবং দিদি।
তার এই সাফল্যে ঘাটালের জনপ্রতিনিধিরা এবং স্কুলের শিক্ষকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Ghatal News