ঘাটালে বাজি বিক্রি করা যাবে না, সতর্ক করল পুলিশ

আমার ঘাটাল

এবারের দীপাবলি ও ছটপুজোয় কোনরকমের বাজি পোড়ানো যাবে না বলে বৃহস্পতিবারই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর উচ্চ আদালতের সেই নির্দেশিকার পর ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ঘাটাল কুঠিবাজারে গিয়ে সমস্ত বাজি বিক্রেতা দোকানদারকে অাতস বাজি, হাওয়াই ও শব্দ বাজি কেনা এবং বিক্রি না করার সতর্কতা দিলেন। কেনা বা বিক্রি করলে অাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘাটাল থানার ওসি জানিয়েছেন। অাজ থেকেই বিভিন্ন বাজারে তল্লাশি অভিযান চালাবে পুলিশ। এবারের দীপাবলি ও ছট পুজোয় কোনরকম বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত। ফলে মাথায় হাত পড়েছে বাজি ব্যবসায়ীদের। এরই মধ্যে যারা ইতিমধ্যেই প্রচুর বাজি মজুত করেছে তাঁরা তাঁদের সেই বাজি বিভিন্ন জায়গায় পাচারের কথা ভাবছে। সেই কারনে পুলিশ বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই নাকা চেকিং ও শুরু করেছে পুলিশ।

Ghatal News