ঘাটাল থানার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা ও ট্রাফিক সচেতনতা শিবির

মেদিনীপুর- ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির হল ঘাটালে।
ঘাটালের সৃস্টি লজে জেলা পুলিশের পক্ষ থেকে ঘাটাল থানার উদ্যোগে সচেতনতা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
পথ নির্দেশিকা বিষয়ে সচেতনতা নিয়ে বলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার সার্কেল ইন্সপেক্টর দেবাশীস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক এবং ঘাটাল ARTO অফিসের MVI শুভাশীস পাত্র, সৌগত প্রামানিক। এছাড়া উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর কৌশিক সেন সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্স ।
দুটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক থেকে ৫ বছর পর্যন্ত প্রথম বিভাগ এবং ৬ থেকে ১০ বছর পর্যন্ত দ্বিতীয় বিভাগ। প্রথম বিভাগে যেমন খুশি আঁকো, দ্বিতীয় বিভাগের বিষয় ট্রাফিক সচেতনতা। অঙ্কন প্রতিযোগিতার শেষে কৃতি প্রতিযোগীদের পুরস্কার তুলে দেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী সহ অন্যান্য, অতিথি সহ পুলিশ আধিকারীকরা। প্রত্যেক ছাত্র ছাত্রীদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।

Ghatal News