Site icon Ghatal News

ঘাটাল থানার উদ্যোগে প্রবীনদের পুজো দর্শন

 ঘাটাল থানার উদ্যোগে প্রবীনদের পুজো দর্শন ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর : পশ্চিম মেদিনীপুর জেলার প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শনের  জন্য পূজোর দিন গুলিতে বিভিন্ন থানা থেকে শুরু হয়েছে বিশেষ বাস  পরিষেবা l বুধবার জেলার ঘাটাল থানার অন্তর্গত প্রতিমা দর্শনের জন্য ঘাটাল থানার পক্ষ থেকে বাসে করে বৃদ্ধ বৃদ্ধাদের ঘোরানা হয় বিভিন্ন পূজামণ্ডপে l জেলা পুলিশের উদ্যোগে এবছর এই অভিনব পরিষেবা চালু করা হয়েছে l জেলার বিভিন্ন থানা এলাকার প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যবস্থা করেছে জেলা পুলিশ l উল্লেখ্য , পূজার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় নির্দেশ দেন , মানুষ যাতে নিশ্চিন্তে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার ব্যবস্থা নেওয়ার l সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ প্রবীণ নাগরিকদের বাসে করে পুজো মণ্ডপে ঘোরানোর সিদ্ধান্ত নেয়l বুধবার বিকাল থেকে সন্ধে পর্যন্ত ঘাটাল থানা বৃদ্ধাশ্রমের নাগরিকদের বাসে করে ঘাটালের উল্লেখযোগ্য মন্ডপ ও প্রতিমাগুলিকে দর্শন করান। ঘাটাল থানার ওসি জানান, জেলা পুলিশের উদ্যোগে ঘাটালের বৃদ্ধাশ্রমের মানুষদের নতুন বস্ত্র দেওয়া হয় এবং তাদের মন্ডপে ঘোরানোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল। বাসে করে নিয়ে গিয়ে ঘাটালের মন্ডপ ও প্রতিমা দেখানো হয়।

Ghatal News
Exit mobile version