Site icon Ghatal News

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা,সারানোর প্রস্তুতি প্রশাসনের

ঘাটাল নিউজ ডেস্ক, ২৪ জুন ঃ মরশুমের প্রথম বন্যাতে ঘাটাল মহকুমার একাংশ প্লাবিত ।
এরমধ্যে ঘাটাল ব্লকের মনসুকা সবচেয়ে বেশি প্রভাবিত।
বন্যার জল প্লাবিত এলা কার সমস্যা এক রকমের, আবার জল নেমে যাবার পরেও অন্য ধরনের সমস্যার সৃষ্টি হয়।
এখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে। কোন কোন জায়গা থেকে জল পুরোপুরি নেমে গিয়েছে।
বন্যার জল নেমে যাওয়ার পরে, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা, জনস্বাস্থ্য যাতে বিঘ্নিত না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
বন্যার জলের তোড়ে মনসুকা সহ প্লাবিত এলাকার রাস্তা র ক্ষতি হয়েছে ব্যাপক। জলের তোড়ে মন শুকাতে লোহার সাঁকো ভেঙ্গে গিয়েছে।
রাস্তা সারানোর জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন বলে জানিয়েছেন ঘাটালের বিডিও সঞ্জীব দাস।
তিনি বলেন, মন শুকাতে বন্যার ফলে ভাঙাচোরা রাস্তাগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ পি ডব্লিউ ডি. এবং ইরিগেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং মনসুকা যাওয়ার পুরসভার অন্তর্গত যে রাস্তা, সেই অংশটুকুও সারানো হবে।
যোগাযোগের অন্যতম মাধ্যম সাঁকো তৈরি হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Ghatal News
Exit mobile version