Site icon Ghatal News

ঘাটালে শীলাবতী নদীর ঘাটগুলিতে চলছে মহালয়ার তর্পণ

ঘাটাল নিউজ ডেস্ক, ৬ অক্টোবর:  ঘাটালের শীলাবতী নদীর বিভিন্ন ঘাটে বাংলোর ঘাট, এসডিও অফিসের ঘাটে, পুরাতন রেজিস্ট্রি অফিস ঘাট,বেরা পাড়া সংলগ্ন শীলাবতীর ঘাটে পিতৃপুরুষের উদ্দ্যেশ্যে তর্পন করছে উত্তরসূরীরা

আজ শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসানেই দেবী দুর্গার আগমণী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজো । আর এই সূচনার দিনটি সারা দেশে বেশ জাকজমকের সঙ্গে উদযাপিত হয়।আজ শারদীয়া দুর্গোৎসবের পূণ্যলগ্ন, শুভ মহালয়া। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। মা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা।
পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছেন। চারদিকে অশুভের প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। হিমালয়ের কৈলাশে স্বামী শিবের বাস। সেখান থেকেই সুদূর পথ পাড়ি দিয়ে আসেন সমতল ভূমিতে। সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্ত্তিক, লক্ষী আর সরস্বতীকে। হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।

মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিন গঙ্গাতীরে প্রার্থনা করে ভক্তরা মৃত আত্মীয়স্বজন অর্থাৎ পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন। পূর্ব পুরুষদের উদ্দেশ্যে গঙ্গাতীরে অথবা বড় কোনো জলাশয়ে তর্পন করে পরবর্তী প্রজন্ম। ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত আজ থেকেই পূজারীরা দুর্গা মায়ের আগমন ধ্বনি শুনতে পান। মহালয়া বা পিতৃপক্ষের দিন থেকে মূলত দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এ দিনটির তাত্‍পর্য মূলত ভিন্ন। এ তিথিকে পিতৃপক্ষও বলা হয়ে থাকে। এ দিনে পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু হয়। এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপূরূষের স্মরণ করে, পূর্বপূরুষের আত্নার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন । সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্নাদের মত্যে পাঠিয়ে দেওয়া হয়, প্রয়াত আত্নার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয় ।পিতৃপক্ষের শেষদিন এটি । মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বদের আত্নার শান্তির জন্য , তাহারা শুধু পূর্বদের নয় , পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন। ঘাটালের শীলাবতী নদীর বিভিন্ন ঘাটে বাংলোর ঘাট, এসডিও অফিসের ঘাটে, পুরাতন রেজিস্ট্রি অফিস ঘাট,বেরা পাড়া সংলগ্ন শীলাবতীর ঘাটে পিতৃপুরুষের উদ্দ্যেশ্যে তর্পন করছে উত্তরসূরীরা

Ghatal News
Exit mobile version