Site icon Ghatal News

ঝুমি নদীর জল বাড়ছে দূত গতিতে, শীলাবতী ফুঁসছে

ঘাটাল নিউজ ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:  নিম্ন চাপের টানা বৃষ্টিতে এবং জলাধার গুলি থেকে জল ছাড়ার কারণে ঘাটালের নদী গুলিতে জল হুহু করে বাড়তে শুরু করেছে সকাল থেকে । পুজোর আগে বড়োসড়ো বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। শিলাবতী নদীর বাঁকা পয়েন্টে সন্ধে ৬ টায় 15. 67 মিটার উচ্চতায় এক্সট্রিম ডেঞ্জার লেভেলের  নীচে দিয়ে জল বইছে। ওই পয়েন্টে  এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উচ্চতা রয়েছে 15.69 মিটার এবং শিলাবতী নদীর গাদিঘাট পয়েন্টে সকাল ন’টায় 7.73 মিটার উচ্চতায় জল বইছে এখানে প্রাইমারি ডেঞ্জার লেভেলের নিচে জল বইছে এখানে পিডিএল 8.38 মিটার।রুপনারায়ন নদীর বন্দর পয়েন্টে
সন্ধে 6 টায় 6.24 মিটার উচ্চতায় জল বইছে এখানে( PDL 6.24 মিটার) রানিচক পয়েন্টে 4.84 মিটার উচ্চতায় এখানে (PDL 4.72) প্রাইমারী ডেঞ্জার লেবেলের উপর দিয়ে জল বইছে।
গোপীগঞ্জে পয়েন্টে 3.06 মিটার উচ্চতায় জল বইছে এখানে( PDL 4.42 মিটার) এবং ওল্ড কাসাই নদীর কলমীজোড় পয়েন্টে 9.075 মিটার উচ্চতায় জল বইছে এইখানে ডেঞ্জার লেভেল(PDL) 9.29 মিটার। ঝুুুুমি নদীরও জল বাড়ায় অশনিসংকেত দেখা দিয়েছে ।

Ghatal News
Exit mobile version