ঘাটাল পত্র ও পুষ্প মেলা শুরু হল অাজ। ২৯ তম বর্ষে পদার্পন করল। উদ্বোধন করেন সম্পাদক জগন্নাথ ঘোষ। ৪ দিন ধরে চলবে পুষ্প মেলা। এই মেলাটি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের দক্ষিনে প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে অনুষ্টিত হছে। সহযোগিতায় অগ্রনী ক্লাব। উদ্বোধনে ছিলেন দুলাল কর, বিদ্যুৎ পোড়ে, প্রশান্ত সামন্ত প্রমুখ। এবারের পুষ্প মেলার মঞ্চটি ড: জিতেন্দ্র নাথ রায় স্মৃতির উদ্যেশে উৎসর্গ করা হয়েছে।
Ghatal News