ঘাটাল পাঁশকুড়া রাস্তা গ্রামের রাস্তার থেকেও জঘন্য। নাজেহাল মোটরসাইকেল আরোহী থেকে গাড়ির চালক। দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে বড় বড় গর্ত হয়ে মৃত্যুর ফাঁদ তৈরী হয়েছে।বাসযাত্রীদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দূর দূরান্তে যাওয়া মানুষজনও সমস্যার সম্মুখীন। যেখানে এক ঘন্টা রাস্তা সেই খানের দু’ঘণ্টার বেশী সময় লাগছে।প্রায় সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে রাস্তায়। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষজনকে। জীবন হাতে করে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ নেতা-মন্ত্রীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা কেউ চিন্তা করে না। ভোট এলেই ছুটে আসে মানুষের কাছে কিন্তু সাধারণ মানুষের অাবেদন রাস্তাঘাট সারানোর কথা সে বিষয়ে নেতা-মন্ত্রীরা উদাসীন। দুর্ঘটনা ঘটলেও সেদিকে হুশ নেই প্রশাসনের। বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাস্তার বেহাল দশা।দুএকজায়গায় পীচের উপর ইট দেওয়া হয়েছে। ঘাটাল দাসপুরের মানুষের দাবি সংসদ দীপক অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। ঘাটাল পাঁশকুড়া দূত রাস্তা সারানোর দাবী করছেন সাংসদ দীপক অধিকারীর কাছে। অারও অাবেদন মানুষের জীবন কে বাঁচানোর জন্য তিনি যেন ত্রাতা হয়ে এই রাস্তাটিকে সারানোর ব্যবস্থা করেন।
ঘাটাল পাঁশকুড়া রাস্তা যেন মরণ ফাঁদ

kolkata,IN
thunderstorm with rain
25
°
C
25
°
25
°
94 %
4.6kmh
90 %
Thu
28
°
Fri
33
°
Sat
33
°
Sun
31
°
Mon
31
°