Site icon Ghatal News

ঘাটাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি প্রায়ই বন্ধ

ঘাটাল নিউজ ডেস্ক, ২০ অক্টোবর :  ঘাটাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র টি বছরে কত দিন খোলা থাকে আর কতদিন বন্ধ থাকে তা বুঝতে পারছেন না ওই এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন চার মাস স্বাস্থ্য কেন্দ্র টি বন্ধ আছে। ওই স্বাস্থ্য কেন্দ্র টি বন্যা প্রবণ এলাকায় অবস্থিত বলে বন্যা এলেই স্বাস্থ্য কেন্দ্র টি বন্ধ হয়ে যায়।
ঢাকঢোল পিটিয়ে ঘটা করে স্বাস্থ্যকেন্দ্র টি মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য চালু হলেও, এলাকার মানুষজন ওই স্বাস্থ্য কেন্দ্র র পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকার মানুষজন বলছেন, বন্যার সময় ১২ টি ওয়ার্ডের বাসিন্দারা যদি ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা না পায় তাহলে ওই স্বাস্থ্য কেন্দ্র টি তুলে দেওয়াই ভালো।
প্রথম থেকেই ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক নেই এবং পর্যাপ্ত পরিষেবা পাওয়া যায় না।
বন্যার সময় এমনিতেই সরকারি খেয়া দিতে ঢিলেমি করে ঘাটাল পৌরসভা। তার ওপর ওই স্বাস্থ্য কেন্দ্র টি বন্ধ থাকায় বন্যার সময় কেউ যদি অসুস্থ হন তাহলে তাকে ঘাটাল হাসপাতালে আনা ছাড়া আর কোন উপায় থাকে না।
উপযুক্ত পরিকাঠামোর কথা না ভেবে স্বাস্থ্য কেন্দ্র টি ওই এলাকাতে করার কোন প্রয়োজন ছিল না বলে মানুষ জনের মতামত।
স্বাস্থ্য কেন্দ্র টি সঠিকভাবে চালু রাখার প্রয়াস ঘাটাল পৌরসভা নেয়নি। এ বিষয়ে ঘাটাল পৌরসভা পুরোপুরি উদাসীন।
ঘাটাল পৌরসভা র প্রশাসকের প্রতি আস্থা হারিয়েছেন ওই এলাকার মানুষজন।

কিছুদিন আগে করোনা প্রতিরোধের জন্য ভ্যাক্সিনেশন ওই স্বাস্থ্যকেন্দ্রে শুরু হলেও তাও এখন বন্ধ হয়ে গেছে।
এই বছরেই চারবার বন্যাজনিত কারণে স্বাস্থ্য কেন্দ্র টি দীর্ঘদিন যাবৎ বন্ধ।
স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন রাস্তাটিকে উঁচু করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে জমে থাকা পানা পরিষ্কারের দাবিও তারা জানিয়েছেন।

এই সমস্যার জন্য তারা পুর প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর কে দায়ী করেছেন। সারা বছর স্বাস্থ্য কেন্দ্র টি কে চালু রেখে সমস্যার স্থায়ী সমাধান চাইছেন বাসিন্দারা।

Ghatal News
Exit mobile version