ঘাটাল পুরসভার নীচু ওয়ার্ড গুলি জলমগ্ন হতে শুরু করেছে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক ,২০ অক্টোবর : ঘাটালের নিচু এলাকাগুলো থেকে বন্যার জল কমতে না কমতেই আবারো আজ লক্ষ্মী পুজোর দিন থেকেই জল প্রবেশ করতে শুরু করেছে ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে।
লক্ষ্য করা যাচ্ছে আজ সকাল থেকেই ঘাটালের ১ নম্বর চাতালে জল উঠতে শুরু করেছে ধীরে ধীরে। এছাড়াও ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি নীচু ওয়ার্ড জলমগ্ন হতে শুরু করেছে। কিছু কিছু জায়গায় যেখানে জল কমতে শুরু করেছিল দুর্গাপুজোর আগে বা পুজোর সময় থেকে সেইসমস্ত এলাকা ধীরে ধীরে আবারো জলমগ্ন হতে শুরু করেছে।
কেউ কেউ জানাচ্ছেন, ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমী নদীর জল ক্রমশ বাড়ছে সেইকারণেই আশঙ্কিত ঘাটালবাসী। আবারও কি আগের মতই বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে ?প্রশ্ন থেকেই যাচ্ছে।

Ghatal News