Site icon Ghatal News

ঘাটাল শহরে রাস্তা সম্প্রসারণের কাজ জোরকদমে চলছে

ঘাটাল নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর : ঘাটাল মেচগ্রাম রাস্তা সম্প্রসারণের কাজ জোরকদমে চলছে। এই কাজের জন্য
পূর্ত দফতর রাস্তার ধার থেকে কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
এই নির্দেশের ফলে প্রগতি বাজারের ব্যবসায়ীরা সোমবার পুনর্বাসনের দাবিতে একদিনের জন্য বাজার বন্ধ রেখেছিল।
৩০ নভেম্বর, মঙ্গলবার, পূর্ত দপ্তরের কার্যালয়ে একটি প্রশাসনিক এবং জনপ্রতিনিধিদের বৈঠক হয়।
এই বৈঠকে রাস্তা সম্প্রসারণ এর জন্য সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
মেদিনীপুর হাইওয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার  তপজ্জল মন্ডল বলেন, রাস্তা চওড়া করার কাজ চলছে। রাস্তার ধারে যেসব জবরদখল আছে, তাদের উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে এবং তারা স্বেচ্ছায় তা সরিয়ে নিচ্ছেন।এখানকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সহযোগিতা করছেন।
এছাড়াও এই বৈঠকে, রাস্তা সম্প্রসারণ এর কাজের জন্য বিদ্যুৎ যোগাযোগ, পানীয় জলের যোগাযোগ যাতে ঠিক থাকে তা আলোচনা হয় ।
এদিকে প্রগতি বাজার বুধবার থেকে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে বসবে।
ওই বাজারের ব্যবসায়ীরা বলেন, আপাতত মাঠে বাজার বসলেও, পরবর্তীকালে তাদের ব্যবসা স্থল যাতে ঠিক থাকে তা জনপ্রতিনিধিরা দেখবেন বলে বলেছেন ,এতে তারা সন্তুষ্ট।
এ দিনের বৈঠকে মেদিনীপুর হাইওয়ে  ডিভিশনের পজ্জল মন্ডল ইঞ্জিনিয়ার  ছাড়াও ছিলেন ,ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, সাংসদ প্রতিনিধি রাম পদ মান্না, ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ সহ অন্যান্যরা।

Ghatal News
Exit mobile version