হাইকোর্টের নির্দেশে ভাঙ্গা হল ‘হাউস ফর অল’- প্রকল্পের বাড়ী।

আমার ঘাটাল

# ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক : ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: হাইকোর্টের নির্দেশে ভাঙ্গা হলো হাউস ফর অল প্রকল্পে তৈরী বাড়ি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনা জুড়ে।
চন্দ্রকোনা টাউন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানাযায়, চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বোনা গ্রামে সরকারি কংসাবতী ক্যানেলের পাড়ে হাউস ফর অল প্রকল্পের বাড়ি তৈরী করে লক্ষী মন্ডল।তারপর পৌরসভা থেকে পাওয়া বাড়িটি বেআইনি নির্মাণের অভিযোগ তুলে চন্দ্রকোনা পৌরসভারই ঐ ওয়ার্ডেরই বাসিন্দা তাপস লাহা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত নির্দেশ দেয় বাড়িটিকে ভেঙে দেওয়ার জন্য, সেই নির্দেশকে মান্যতা দিয়ে গড়বেতার আমলাগোড়া সেচ দপ্তরের অধিনে থাকা কংসাবতী ক্যানেল। তাঁর পাড়ে এই বেআইনি বাড়ি নির্মান আজ ওই দপ্তরের আধিকারিক ও চন্দ্রকোনা থানার পুলিশ দাঁড়িয়ে থেকে বাড়িটিকে ভেঙে দেওয়া হয় জেসিপি মেশিন দিয়ে। এর ফলে অসহায় হয়ে পড়েছে গরীব পরিবারটি। দুই নাবালক সন্তানকে নিয়ে ভূমিহীন লক্ষ্মী মন্ডল বর্তমানে ক্যানেল পাড়েই ত্রিপল খাটিয়ে বসবাস করছেন ঝোপঝাড় নির্জন জায়গায়।সরকারি সাহায্যের বাড়ি পেয়েও তা কোর্টের আদেশে ভেঙ্গে ফেলায় হতাশ অসহায় মহিলা। এদিকে সেচ দপ্তরের জায়গায় পৌরসভা কোনরকম কাগজপত্র খতিয়ে না দেখে কিভাবে বাড়ি তৈরীর অনুমোদন দিলো। তাহলে কি পৌর কর্তৃপক্ষ ঘুমিয়ে ছিল? পৌর চেয়ারম্যান অরুপ ধাড়া বলেন, অামরা জানতাম না ঐ জায়গাটা সেচ দপ্তরের। অন্য জায়গার কাগজ দেখিয়ে এই কাজ করেছিল। জানত না ঐ জায়গাটা লক্ষী মন্ডলের নয়।

Ghatal News

Leave a Reply