Site icon Ghatal News

“আমার থেকে শুরু হোক ম্যালেরিয়া মুক্ত সমাজ”- বিশ্ব ম্যালেরিয়া দিবসে স্বাস্থ্য দপ্তরের অঙ্গীকার

ঘাটাল নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল : আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে ঘাটাল মহকুমা হাসপাতালে পালিত হল বিশ্ব ম্যালেরিয়া দিবস। ম্যালেরিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের নতুন অঙ্গীকার “আমার থেকে শুরু হোক ম্যালেরিয়া মুক্ত সমাজ”। এই অঙ্গীকার কে সামনে রেখেই স্বাস্থ্য দফতরের কর্মীরা ম্যালেরিয়া মুক্ত করার জন্য বছরের বিভিন্ন সময় সমাজের মানুষকে ম্যালেরিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজেদেরকে মশার কামড় থেকে রক্ষা করার উপায়, বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও বাড়ির চারদিকে যাতে জল না জমে থাকে তার ব্যাবস্থা, ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙানো ইত্যাদি নানা ধরনের সচেতনতা মূলক কাজ করে চলেছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। এবং ম্যালেরিয়া সচেতনতা নিয়ে একটি সেমিনারও করেন তাঁরা। অাজকে হাসপাতাল চত্বরে নার্সিং স্টাফরা সচেতনতা র‍্যালী করে। সুপার কুনাল মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Ghatal News
Exit mobile version