করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৬ জন ঘাটাল হাসপাতালে ভর্তি

আমার ঘাটাল

পর পর তিনটি ট্রেনের ধাক্কা।
দক্ষিণ পূর্ব রেলওয়ে বালেশ্বর স্টেশনের কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ঘাটাল মহকুমার বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন ।
এখনো পর্যন্ত এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে। মৃত ব্যক্তির নাম ৫৫ বছরের বিজয় মন্ডল, বাড়ি চন্দ্রকোনা পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের বোনা। তিনি কটকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন।
এছাড়াও এখনো পর্যন্ত ৬ জন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস।
এদের মধ্যে চার জনের বাড়ি কুয়াপুর, একজনের বাড়ি পার্বতীপুর, একজনের বাড়ি শিমুলিয়া।
মহকুমা শাসক বলেন আপৎকালীন সেল খোলা হয়েছে। হাসপাতালে বেড খালি খালি রাখা হয়েছে এবং চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে।
মহকুমা শাসক হাসপাতালে গিয়ে সবকিছু দেখভাল করেন।
চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা বলেন ,চন্দ্রকোনা পুরসভার একজন বাসিন্দা এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। এছাড়াও চন্দ্রকোনা দুই ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রায়না গ্রামে চারজন আহত হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি আছেন।
তাদের নাম শীতল দোলুই, নিতাই দলুই, কার্তিক দলই, এবং সুমন বাগাল।
এছাড়াও ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের বিশ্বরূপ মাইতি উড়িষ্যার বালেশ্বরে চিকিৎসাধীন আছেন।
বসন ছড়া দুজন ব্যক্তি থাকতে পারেন বলে বিধায়ক বলেন।
বিধায়ক ঘাটাল হাসপাতালে এসেছিলেন।

দাসপুরের পার্বতীপুরের শ্রীকান্ত মাল এবং শিমুলিয়ার আজিম উদ্দিন খান।
ওই দুজনকে বালেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেদিনীপুর থেকে প্রচুর অ্যাম্বুলেন্স গিয়েছিল দুর্ঘটনার কবলে পড়া আহতদের আনার জন্য।
সেই অ্যাম্বুলেন্সে তারা ঘাটালে আসেন।
এখন তারা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন।

Ghatal News