ঘাটালে বন্যা দূর্গত এলাকায় চলছে দুয়ারে ডাক্তার কর্মসূচি

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, , ৪ অক্টোবর :  জেলাশাসক এর উদ্যোগে ঘাটাল মহকুমা জুড়ে চলছে দুয়ারে ডাক্তার প্রকল্প।
ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বিশেষত বন্যা কবলিত এলাকাগুলিতে চলছে এই দুয়ারে ডাক্তার প্রকল্প।
ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস  বলেন প্রথম বন্যা থেকেই এই প্রকল্প শুরু হয়েছে বিশেষত বন্যাকবলিত এলাকাগুলিতে জল বাহিত রোগ জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে দুয়ারে ডাক্তার প্রকল্পের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে।
ঘাটাল, দাসপুরের বেশ কিছু এলাকায় এই ক্যাম্প চলছে এবং পুজোর পরেও চলবে বলে তিনি জানান।
এই ক্যাম্প গুলি থেকে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

এছাড়াও মহাকুমার বন্যা কবলিত এলাকাগুলিতে প্রাণিসম্পদ দপ্তর আধিকারিক তাপস ঘোষ এর উদ্যোগে পশু চিকিৎসার ক্যাম্প চলছে বলে জানা গিয়েছে।

Ghatal News