ঘাটালের বিধায়ক কে খোকাবাবু বলে কটাক্ষ মন্ত্রীর

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক,  ২ অক্টোবর :  মাস্টারপ্ল্যান রূপায়িত না হওয়ার জন্য কেন্দ্রকে দায়ী করে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রীর মন্তব্যের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ,কেন্দ্রকে ফের দুষলেন রাজ্যের প্রবীণ মন্ত্রী মানস ভুঁইয়া।

ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে তোপ দাগলেন।
তিনি শনিবার ঘাটালে বন্যা পরিদর্শনে আসেন।
কেন্দ্রীয় সরকার চাইলেও রাজ্য সরকার মাস্টারপ্ল্যান রূপায়িত করতে চাইছে না বলে ঘাটালের বিধায়ক শীতল কপাট এর মন্তব্যে রাজ্যের প্রবীণ মন্ত্রী মানস বাবু ঘাটালের বিধায়ক কে খোকাবাবু বলে উল্লেখ করে তাকে পড়াশোনা করার উপদেশ দেন।

মানস বাবু বলেন,

মুখ্যমন্ত্রী তার সর্বশক্তি দিয়ে মোকাবিলা করছেন আমাদের মত কর্মীদের দিয়ে, প্রশাসন দিয়ে।
ডিভিসি আমাদের না জানিয়ে জল ছাড়ছে সেই জন্যই মুখ্যমন্ত্রী একে ম্যান‌ মেড বন্যা বলেছেন।
মানুষ এবং মানব সভ্যতা ধ্বংস হবে না, ঘাটাল ধ্বংস হবে না, আমরা মাথা নিচু করে হার মানবো না বলে মানাস বাবু বলেন।
মানুষ লড়াই করে বেঁচে আছে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, সরকার পাশে আছে। সরকারের তরফে খাদ্য জল ত্রাণ যাচ্ছে বলে তিনি বলেন।

Ghatal News