ঘাটালের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক,  ১ অক্টোবর ঃ   ঘাটালের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত এবং এখনো জল বেড়েই চলেছে।
আতঙ্কিত ঘাটালের মানুষজন।
শিলাবতী নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চলার জন্য ঘাটালের ঐতিহ্যবাহী ভাসাপোল এর উপর দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে।
নদীর পশ্চিম পারের ভাসাপোল এর সব সিঁড়ি ডুবে গিয়েছে।
নদীর পূর্বপাড়ের ভাসা পোলের সিঁড়ি র চারিদিকে রিং বাঁধ দিয়েছে প্রশাসন।
এদিকে গত বন্যায় ঘাটাল মহকুমা শাসকের অফিস চত্বরের যে পাঁচিল বন্যার জলের তোড়ে ভেঙে নদীর পূর্বপাড় প্লাবিত হয়েছিল ,সেই এলাকা দিয়ে নদীর জল প্রবেশ করতে শুরু করেছে।
যদিও মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন প্রশাসন সতর্ক আছে।

Ghatal News