Site icon Ghatal News

ঘাটালে বন্যা পরিস্থিতিতে থমকে গেল মণ্ডপ তৈরীর কাজ

 

ঘাটাল নিউজ ডেস্ক,  ২৫ সেপ্টেম্বর :  বন্যা পরিস্থিতিতে থমকে গেল মণ্ডপ তৈরীর কাজ,ঘাটাল বানেশ্বর মন্দির পূজো কমিটির।
দোড়গড়ায় পূজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ দুর্গোৎসব আর মাত্র কয়েকদিন পরেই। সেপ্টেম্বর মাসে পরপর নিম্নচাপের জেরে বৃষ্টির জন্য বানভাসি ঘাটালে পুজোর আয়োজন নিয়ে উদ্যোক্তারা বেশ চিন্তায় পড়েছেন।
বিশেষ করে শিলাবতী নদীর পশ্চিম পাড়ে ১২ টি ওয়ার্ডে র পুজোর উদ্যোক্তারা ভেবে পাচ্ছেন না কি ভাবে পুজোর মণ্ডপ হবে। কারণ এখনও ওই ওয়ার্ড গুলি বন্যার জলে প্লাবিত।
বানেশ্বর মন্দির রথতলা সর্বজনীন পূজা কমিটির উদ্যোক্তারা জানালেন,২০০৭ সালের আশেপাশে তারা কৃত্রিমভাবে বাঁধ দিয়ে জেনারেটরের সাহায্যে জল বের করে পুজোর আয়োজন করেছিলেন।
এবারও যদি সম্ভব হয় তাহলে ওই একই পদ্ধতি ব্যবহার করতে পারেন তারা।
মণ্ডপ তৈরি এবং অন্যান্য আয়োজন বন্যার জন্য বিঘ্নিত হচ্ছে বলে ওই পুজো কমিটির উদ্যোক্তারা জানালেন।
তবুও তারা পুজোর আয়োজন করতে আপ্রাণ চেষ্টা করছেন।
আমরা শোনাবো ঐ পূজো কমিটির সহ সভাপতি প্রদীপ সাহা ও সহ সম্পাদক দিলীপ দোলই কি বললেন,,,

Ghatal News
Exit mobile version