ঘাটালের বন্যা দুর্গত মানুষদের জন্য কমিউনিটি কিচেন সাংসদ দেবের

Uncategorized

ঘাটালের বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা সাংসদ দেবের
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ঃ
ঘাটালের বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব।
আপনার সাংসদ আপনার পাশে, এই বার্তা সামনে রেখে ঘাটাল পৌরসভা এলাকায় ৯,১০,১১,১২ নম্বর ওয়ার্ডের, বন্যার্তদের জন্য কমিউনিটি কিচেন এর মাধ্যমে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যার জলে ঘেরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে দুঁধের বাঁধ নিশ্চিন্তপুর তপোবন অাশ্রমে এই কমিউনিটি কিচেন করা হয়েছে।ঐ খান থেকেই খাবার সরবরাহ করা হচ্ছে।প্রতিদিন আড়াই হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।১১ আগস্ট থেকে শুরু হয়েছে এই কমিউনিটি কিচেন।
বন্যার জল থাকা পর্যন্ত এই ব্যবস্থা চলবে।
এবারের বন্যায় অন্যান্য বছরের জলতল এর থেকে বেশি জল বেড়েছে।
প্লাবিত এলাকাগুলিতে নৌকোতে করে ত্রাণ এবং পানীয় জল পৌঁছানো হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
জেলাশাসক, মহকুমা শাসক এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় বন্যাদুর্গত বন্যা প্লাবিত মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

Ghatal News